মনিরুজ্জামান মনির, যশোর জেলাপ্রতিনিধি:
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ে যশোরে সবজিসহ অন্যান্য ফসলের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে।যশোরে গত রোববার রাত এবং সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ভারি বৃষ্টি ও ঝড় হয়। বৃষ্টির সাথে বাতাসে সবজি হেলে পড়েছে। উচ্ছে, পটলও লাউসহ বিভিন্ন সবজির মাচা মাঠিতে পড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, উচ্ছে, পটল, লাউসহ অনেক সবজির ক্ষেতের মাচা পড়ে আছে মাঠিতে। আবার ঝড়ে গাছ থেকে ঝরে পড়েছে উচ্ছে ও পটলসহ বিভিন্ন সবজি। মরিচ, তিল এবং পাঠগাছ হেলে পড়েছে। কয়েকটা সবজি ক্ষেতে পানিও জমে আছে।
যশোর কৃষি অধিদপ্তরের তথ্য মতে, যশোর জেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে মোট ৩ হাজার ৭৪ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার আশংকা করা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন সবজি রয়েছে ১ হাজার ৪’শ ২৯ হেক্টর। এছাড়াও আক্রান্তের আশংকা করা হচ্ছে কলা, আম, তিল, পেঁপেঁ, মুগডাল, মরিচ, পাট, লিচু এবং লেবুসহ বিভিন্ন ফসল।
কৃষক শেখসাদি জানান, মনে করছি ঝড়ে তেমন ক্ষতি হবে না। কিন্তু দেখছি ভালো ঝড় হচ্ছে। আজ উচ্ছে তুলে বাজারে নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টির কারণে হয়নি। আর এ ঝড়ে উচ্ছে গাছের টাল (মাচা) পড়ে গেছে। কেবল মাত্র উচ্ছে ধরা শুরু করছে। আর সেই সময় পড়ে গেল টাল (মাচা)। পড়ে যাওয়া টাল (মাচা) উঠায়ে দিবো।
কৃষক জাকির হোসেন জানান, ১৫ কাটা জমিতে পটল ছিল। কেবল মাত্র গাছে ফলন হওয়া শুরু করছে। আর ঠিক এ সময় ঝড়ে টাল (মাচা) পড়ে গেল। টাল (মাচা) পড়ে যাওয়া গাছে আর ফলন ভালো হওয়ার সম্ভবনা থাকে না।
কৃষক আলী হাসান জানান, ভালোই ঝড় হয়েছে। মাঠের বেশ কয়েকটা উচ্ছে গাছের টাল(মাচা) পড়ে গেছে। আমারও একটা জমির টাল(মাচা) পড়ে গেছে।
কৃষক সোরাব হোনেন জানান, ঝড়ে পটল গাছের ৫-৭ কেজি পটল মাঠিতে পড়ে ছিল। যে ঝড় তাতে উচ্ছে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। ফুল-ফলসহ গাছও পচে যেতে পারে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার তরফদার বলেন, যশোরে রিমালের প্রভাবে তেমন ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভবনা কম। তবে বৃষ্টিতে সবজি জাতীয় ফসল আক্রন্ত হয়েছে । যশোরে গড় বৃষ্টি পাতের পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। মঙ্গলবার দুপুরের মধ্যে রিমেলের প্রভাব কেটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
Discussion about this post