যশোর জেলা প্রতিনিধি:
যশোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় যশোর শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম ৮ জন শিক্ষকদের শিক্ষক সম্মাননা তুলেদেন। এ শিক্ষক শিক্ষার্থী উন্নয়ন, প্রতিষ্ঠান উন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণে বিশেষ অবদান রেখেছেন। এ সম্মাননা পেয়েছেন যশোর কাজী নজরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মশিউল আজম, যশোর ঝিকরগাছা শহীদ মশিউর রহমান সরকারি কলেজ’র মানিক দত্ত, বাঘারপাড়া উপজেলার আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, যশোর ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কুষ্টিয়া মিরপুর আটিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক খেলাফত হোসেন, যশোর খাজুরা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না মিত্র, যশোর সম্মেলণী ইনস্টিটিউট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তারাপদ দাস এবং মাগুরা সদর উপজেলা গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম আফসারউদ্দিন মৌলভী।
অনুষ্ঠানে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ সভাপতি এবং যশোর ঝিকরগাছা শহীদ মশিউর রহমান সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, যশোর বাঘারপাড়া নারকেলবেড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিহির কুমার সাহা, যশোর উপশহর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল। স্বাগত বক্তব্য দেন আবুল কাশেম ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ওহিদুজ্জামান। উপস্থিত ছিলেন আবুল কাশেম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাবুল রশিদ, যশোর মহিলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ এ এম বাকী বিল্লাহ, ঝিনাইদাহ আমেনা খাতুন কলেজের সহকারি অধ্যাপক ড. ফারুক হোসেন এবং অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রমুখ।
Discussion about this post