যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির :
যশোর জেলার এক ঝাঁক প্রবাসী তরুন যুক্তরাজ্যে মিলন মেলার আয়োজন করেছে। সোমবার দিনব্যাপী নবগঠিত “যশোর কমিউনিটি, ইউকে আয়োজনে ইস্ট লন্ডনের হেইনল্ট ফরেস্ট পার্কে “যশোরিয়ান মিলন মেলা- ২০২৪ এ “অনুষ্ঠিত হয়।
মিলন মেলার শুরুতেই আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই মিলন মেলায় ১৯৫২ থেকে ২০২৪ পযর্ন্ত বাংলাদেশের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাধক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আবু রেজা তুহিন, উপদেষ্টা ডা: মিজানুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ হাসান বাবু, আদনান আহমেদ এবং মিলন মেলার আয়োজক কমিটির কোর্ডিনেটর খায়রুল ইসলাম জনি প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কমিউনিটি ইউকের উপদেষ্টা শরিফুল ইসলাম খান। আলোচনা শেষে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা যুক্তরাজ্যে বসবাসকারী যশোর জেলার বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। মিলন মেলাতে প্রায় দেড় শতাধিক ইউকে বসবাসী যশোরিয়ান অংশ গ্রহণ করে।
মধাহ্ন ভোজের পরে যশোরের ঐতিহ্যবাহী নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের ছবি অংকন, দৌড় প্রতিযোগিতা, এবং মেয়েদের বালিশ যুদ্ধ, পুরুষদের মোরগ লড়াই সহ নানা রকম প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। বিকালে সংগঠনের আয় ও ব্যয়ের হিসাব ও পরর্বতী অনুষ্ঠানের ঘোষনা এবং সমাপনী বক্তব্য এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।
Discussion about this post