মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রনির হত্যার ১২ ঘন্টার মধ্যেই আসামি রাজু (১৭) কে নাটাই গাছতলা নামক জায়গা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
রবিবার (১৯ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের অভিযানে নাটাই থেকে গ্রেফতার করে রাজুকে। গ্রেফতার হওয়ার পর রনি ঢালীকে হত্যা করার ব্যবহারিত ছুড়িটি উদ্যার করেছে পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরানুল ইসলাম বলেন, নাটাই গাছতলা নামক জায়গা থেকে সকালে ছুরিসহ রাজুকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশহর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে রনি ঢালী (১৭) নামে এক বন্ধুর মৃত্যু হয়। শনিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে বিয়াল্লিশহর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
Discussion about this post