সফিকুল ইসলাম শিল্পী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সহোদর গ্রামের মোস্তফা সেট (৫৮) নামে একজনের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
(১৬ জানুয়ারি) রবিবার আনুমানিক দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা সেট মৃত দবির সেটের তিন ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফা সেট রানীশংকৈল -পীরগঞ্জ (সহোদর গ্রাম সংলগ্ন) মহাসড়কের পাকা রাস্তায় উঠার সময় অপরদিক থেকে ছুটে আসা দ্রুতগামী সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় আশেপাশে থাকা লোকজন তাড়াতাড়ি করে স্থানীয় রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মোস্তফা সেট একমাত্র মেয়ের জনক।
রানীশংকৈল থানা তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটো সিএনজিটিকে পাওয়া যায়নি । এদিকে মৃতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফণের কথা রয়েছে।
Discussion about this post