সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) উপজেলার মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় গাজী অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি।
সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আলিম উদ্দিন মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুৃল আজিজের সঞ্চলানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি তাবিবুল কাদির তমাল ও ভিপি মনির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল জব্বার মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, মুড়াপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাভলী মানিক উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমত আলী, সরকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, তারাব পৌরসভার বিশিষ্ট্য আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মন্ত্রীর এপিএস এমদাদুল হক (দাদুল), রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সংবাদ চর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লা খাঁন মুন্না, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমূখ ।
পরে ইফতার বিতরণ, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

































Discussion about this post