নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকার আল আমিন, গোলাপ গ্রুপ ও দেওয়ান আলী গ্রুপের মধ্যে এ গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ ত্যাগ ও দেশ ত্যাগের পর থেকেই ব্রাহ্মনগাঁও এলাকার আল আমিন ও গোলাপ বাহিনী লোকজন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসকল কর্মকান্ড মুড়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির নেতা দেওয়ান আলী নিষেধ করে। এরই জেরে ২১ সেপ্টেম্বর শনিবার রাতে আল আমিন ও গোলাপ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্র ও পিস্তল নিয়ে দেওয়ান আলীর উপর হামলা করে। এসময় আল আমিন ও গোলাপ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুরে৷ এক পর্যায়ে আল আমিন, গোলাপ বাহিনী ও দেওয়ান আলী বাহিনীর দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরে।
এ ঘটনায় রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post