সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমের পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্যে ইউনিভার্সের আয়োজনে দেশব্যাপী ট্যালেন্ট হান্টের ডিজেবল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ২ মার্চ বুধবার রূপগঞ্জের রাজউক পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের তালতলা ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারি রোববার খেলা শুরু হয় ।
খেলায় উপস্থিত ছিলেন, উইনিভার্স ডিজেবল ক্রিকেট টিম অফ বাংলাদেশ সভাপতি শাফিকুর রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক মো.শাহেল মাহমুদ, এস এম আবু কাউসার, রনি আহমেদ, অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।
উইনিভার্স ডিজেবল ক্রিকেট টিম অফ বাংলাদেশ সভাপতি শাফিকুর রহমান বলেন, সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্টের মাধ্যমে পর্যাক্রমে খেলাটি চলবে । তাতে দেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে । পরবর্তীতে তারা দেশ ও দেশের বাহিরে খেলবে । সেই সাথে নিজেদেরকে সমাজের কাছে সম্পদ হিসেবে উপস্থাপন করতে পারবে ।
তিনি আরো বলন, সংগঠনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রনিসহ সকলে মিলে ডিজেবল ক্রিকেটকে মানসম্মত অবস্থানে নিতে ইতোমধ্যেই ক্রিকেটার আকরাম খানের (বর্তমান ডিজেবল ক্রিকেট টিমের চেয়ারম্যান) সাথে আলোচনা করেছেন।
উল্লেখ্য, উইনিভার্স ডিজেবল ক্রিকেট টিম অফ বাংলাদেশের ক্রিকেটার শারিরিক প্রতিবন্ধি আলাউদ্দিন মিয়া লম্বা ছক্কা হাকিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর কাড়ে এবং এক লক্ষ টাকার উপহার জিতে নেন । এছাড়াও গত ২০১৪ সালে ভারতের আগ্রায় ওয়ানডে সিরিজ খেলে উইনিভার্স ডিজেবল ক্রিকেট টিম অফ বাংলাদেশ সিরিজ জয় করে।
Discussion about this post