সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভারভ্যানের ধাক্কায় ৩ ট্রান্সফরমার ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। ১১ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৬ টার দিকে সিদ্দিক ট্রান্সপোর্টের একটি কভারভ্যান রূপগঞ্জ থেকে চনপাড়ার দিকে যাওয়ার সময় ডাক্তারখালী পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়িকে সাইট দিতে গিয়ে কভারভ্যানটি বিদ্যুৎ খুটির সাথে ধাক্কা লেগে ৩টি ট্রান্সফরমার ছিটকে সড়কে পরে যায় এবং ট্রান্সফরমা হতে তেল নির্গত হতে থাকে। এসময় স্থানীয় লোকজন ট্রান্সফরমারের তেল সংগ্রহের জন্য হুড়ো হুড়ি করতে দেখা যায়। এলাকাবাসী এই ট্রান্সফরমারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার দাবি জানান।
গাড়ী চালক মিঠু জানান, অপরদিক থেকে আসা পিকআপ আমার গাড়িকে চাপদিলে খুটির সাথে ধাক্কা লেগে ৩টি ট্রান্সফরমার নীচে পড়ে যায়। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ চনপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো আবুল কাসেম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৭৫ কেভির ৩টি ট্রান্সফরমার নিচে পড়ে থাকতে দেখি এবং নিরাপদ ভাবে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু করি। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনী। এলাকাবাসী ঢাকা মেট্রো ন-১১-৭৬০৪ নম্বরের কভারভ্যানটি আটক করেন। সব কিছু পরীক্ষা-নিরিক্ষার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
Discussion about this post