সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ মঙ্গলবার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। রূপগঞ্জ ধুমপান ও মাদক বিরোধী সংস্থার উদ্যোগে উপজেলার আতলাপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ভোলাব গণ বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।
আলহাজ্ব লায়ন মো. মোজাম্মেল হক ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহাম্মদ, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, দৈনিক মানবকণ্ঠের মফস্বল ইনচার্জ ও সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মনির হোসেন দেওয়ান, সাংবাদিক মাসুদ করিম, আলম হোসেন, শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫ শতাধিক ব্যক্তির মাঝে গরুর দুধ, পাউরুটি, লিচু, কলা, পানি, মিষ্টি বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, তামাক ছেড়ে এক গ্লাস দুধ কিংবা একটি কলা খান। এতে শরীরের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। তামাকের ক্ষতিকর দিকও বিনাশ হবে। পরে আতলাপুর বাজার এলাকায় একটি বিশাল র্যালী বের করা হয়।

































Discussion about this post