সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পূর্বশত্রুতার জেড় ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি নিয়ামত উল্লার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার ২০ জানুয়ারি মধ্য রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিয়ামত উল্লার স্ত্রী ও কন্যাদের গলায় ছুরি ধরে নগদ আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে একই এলাকার আমির হামজা ওরফে হাছেন, আনিছুল্লাহ, রফিকুল ইসলাম, সুমন ও আজিজুল হককে নামীয়সহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রাজমিস্ত্রি নিয়ামতউল্লাহ জানান, তার বসতবাড়ির ২ শতাংশ জমি নিয়ে প্বার্শবর্তী বাড়ির রাসেল প্রধানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জেড় ধরে বৃহস্পতিবার মধ্য রাতে রাসেলের উপরোক্ত ভাড়াটে সন্ত্রাসীরা দাঁ, ছুরি, চাপাতি, রড় নিয়ে হামলা চালায়। হামলায় বসতঘরের চারপাশের টিন, পানির টাংকি, সোকেস, ফ্রিজ কুপিয়ে লন্ডবন্ড করে দেয়। এসময় ঘরে থাকা স্ত্রী ও দুই কন্যার গলায় ছুরি ধরে ওয়ারড্রপে রাখা জমির কেনার নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ও কানের ৮ আনা ওজনের একজোড়া ঝুমকা লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করার পর থেকে উক্ত সন্ত্রাসীরা ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
অভিযুক্ত রাসেল প্রধানের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমাকে ফাসাঁনোর জন্য নিয়ামতউল্লাহ নিজেই নিজের ঘরে কুপিয়েছে এবং ভাংচুর করেছে। রাসেল প্রধান ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post