সোহেল কবির, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকেরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে পড়েন। আগুন আগুন করে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
Discussion about this post