সোহেল কবির, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়ারটেক এলাকায় আজ রোববার ২৬ সেপ্টেম্বর রাত্রি আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিক্ষার্থী ওই এলাকার আব্দুর রউফ মিয়ার মেয়ে এবং উপজেলার ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। পরে অপহৃতার চাচা গাফফার মিয়া বাদী হয়ে অপহরণকারী হারিজুল মোল্লাসহ নামীয় ১০জন ও অজ্ঞাত তিনজনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বাদী গাফফার মিয়া জানান, শনিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৭.০০টার সময় তার মেয়ে তমা আক্তার ও ভাতিজি রাত্রি আক্তার একই এলাকার জাকির হোসেন মাস্টারের কাছে প্রাইভেট পড়তে বাসা থেকে বেড় হয়। পথিমধ্যে হারিজুল মোল্লা ও তার সহযোগী আনিজুল ইসলাম, ইয়ামিন, মারফত আলী, ফয়সাল মিয়া, হাসান ও জব্বার মিয়া মিলে তমা আক্তার ও রাত্রি আক্তারের পথরোধ করে। একপর্যায়ে একটি মাইক্রোবাসে তুলে রাত্রি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী হারিজুল মোল্লা একই এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম সায়েদ হোসেন বলেন, অপহরণের বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থী রাত্রি আক্তার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Discussion about this post