সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহানকে ১৬ আগষ্ট মঙ্গলবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রুপগঞ্জ অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করে ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসরাম, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা আইভী ফেরদৌস, উপজেলা নির্বাচন কমিশন অফিসার মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা স্কাউটস সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে একই সময়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও সমবায় অফিসার শাহীন সুলতানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
Discussion about this post