আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ
নিখোঁজের ৪দিনে পরে নাটোরের লালপুরে একটি ধান ক্ষেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ‘গত মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। আজ ভোরে প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন বাবলীর লাশ তার বাড়ির অদূরে ধান ক্ষেতে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ও প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন কে আটক করে।’
লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে নিখোঁজ বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপ্রেরণ করা হয়েছে। এসময় একই গ্রামের সাইদুল ইসলাম ও তার ছেলে ইলিয়াস হোসেন ঈমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post