সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রবিবার ৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৗর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সফলভাবে পালনের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Discussion about this post