রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে রাজু মন্ডল (৩৪) নামের এক অটো চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম জানান, পুলিশের ধারণা দুর্বৃত্তরা অন্য কোন স্থানে রাজু মন্ডলকে হত্যা করে তার লাশ নিশ্চিতপুর বাইপাসে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Discussion about this post