নিজস্ব প্রতিবেদকঃ
চৈতী গ্রুপ সহ সকল শিল্প কারখানার দূষিত বর্জ্য থেকে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁকে দূষণমুক্ত,সরকারি খাল নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি ও ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ১১টার দিকে নারায়ণগঞ্জ ডিসির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রায় দেড় ঘন্টা মানববন্ধনে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি সংগঠনের চেয়ারম্যান ও ভুক্তভোগী এলাকার লোকেরা বক্তব্য রাখেন।
মানববন্ধন বক্তারা বলেন, চৈতি গ্রুপ , এইচ কে জি সহ সকল শিল্প কারখানার দূষিত বর্জ্য সোনারগাঁকে দূষিত করছে।বিশেষ করে চৈতী গ্রুপ দীর্ঘ দিন ধরে সরাসরি ডাইং এর পানি টিপরদী খালে ফেলছে,ফলে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে।এছাড়াও অন্যের জমি দখল করে ও সরকারি খাল ভরাট করে জোরপূর্বক ড্রেন করেছে চৈতী গ্রুপ উল্লেখ্য করে তারা।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, চৈতি গ্রুপের বর্জ্য,দূষিত কেমিক্যাল,ডাইং এর পানি পরিবেশ দূষণ করছে ফলে বিভিন্ন রকম পানিবাহিত রোগ ছড়াচ্ছে এবং অনেক মানুষ বিভিন্ন রকম রোগে সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছে। পানি দূষিত হওয়ার ফলে বিভিন্ন প্রজাতির সাপ,ব্যাঙ,ছোট মাছ,বড় মাছ ইত্যাদি বিলুপ্ত হচ্ছে।এছাড়াও তিনি, প্রশাসনের নজর ও জরুরি ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধন শেষে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।