সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের হত্যা, খুন ও গুমের দায়ে শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা বাজারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মুল্লিক, ইউনিয়ন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সারোয়ার,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার,৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হান্নান, ৫ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পলাশ প্রমুখ।
Discussion about this post