রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে জয়ীতা কুন্ডু (১৩) নামের এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার শ্রীরামপুর এলাকায় নিজ ঘরে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার অসিম কুন্ডুর মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে যানা যায়, জয়ীতা কুন্ডু ৫ম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কিন্তু নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা স্কুলের রেজাল্ট খারাপ করায় স্কুলেই কান্নাকাটি করে। পরে বাড়িতে আসলে ওই বিষয়টি বাবা মাকে জানায়। এতে তারা বকাবকি করলে অভিমান করে নিজ ঘরের ফ্যানের গঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি বাবু কুমার সাহা জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post