মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর রাকিব হাসানের (১৫) লাশ পাওয়া গেছে। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর আজ বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
নিহত রাকিব সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের মা রাশেদা বেগম জানান, রাকিব মৃগিরোগে আক্রান্ত ছিল। বুধবার দুপুর ২টার দিকে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামে। এরপর সে নিখোঁজ হয়।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ব্যর্থ হয়ে রাতে ফিরে যায়। বৃহস্পতিবার ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল এসে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে কিছু দূরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে
Discussion about this post