আরিফ হোসাইন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে গতকাল শনিবার ১২ টার সময় ঝিনাইদহের সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি ও ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসব কর্মসুচিতে অংশ গ্রহনে করেন।
দুপুর ১২টার সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমবেত হতে থাকে। এরপর সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যার বিচার না হলে কলমের পাশাপাশি এবার লাঠি হাতে নিয়ে মাঠে নামতে বাধ্য হব।
Discussion about this post