আজ নারায়ণগঞ্জ জেলার অধীনস্থ সকল উপজেলা থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি আনন্দময় নৌভ্রমণের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি বলেন, বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের সকলকে শ্রদ্ধা ও ভালোবাসি। তাই বীর মুক্তিযোদ্ধাদের কে শ্রদ্ধা জানাতে ও কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ প্রদান করতে আজকের এই সামান্য আয়োজন।
আজকের এই ভ্রমণটিতে মুক্তিযোদ্ধা, স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী ও সাধারন জনগন সহ প্রায় ১২০০ শত জন অংশগ্রহণ করে। জাহাজটি নারায়ণগঞ্জের বন্দর থেকে ছেড়ে চাঁদপুর মোহনা পর্যন্ত গিয়ে পুনরায় আবার নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে ফিরে আসে। উক্ত ভ্রমনে নারায়ণগঞ্জ ৩ এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সহ আরো চারজন সংসদ সদস্য আমন্ত্রিত অতিথি ছিল। পুরো ভ্রমনটি পরিচালনা করেন লিয়াকত হোসেন খোকা এমপি।
উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দময় ও প্রাণবন্ত ভাবে পরিচালিত হয়েছে এবং সকলেই তা উপভোগ করেছে। এই সুন্দর ভ্রমণটি আয়োজন করার জন্য সেলিম ওসমান সহ আয়োজক কমিটির সকলের জন্য আন্তরিক ভালবাসা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
Discussion about this post