নিউজ ডেস্ক :’মানুষ বাঁচবে কতদিন,সেবা বাঁচবে চিরদিন’ এই প্রত্যয়কে সামনে রেখে’ নারায়ণগঞ্জে ১৫ টি সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ‘ভয়েস অব ভলান্টিয়ার’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনগুলো হলো ০১। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ০২। বিবি আছিয়া ফাউন্ডেশন ০৩। বিডি ক্লিন নারায়াণগঞ্জ ০৪। সনমান্দী জনকল্যাণ সংস্থা ০৫। বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ০৬। আইন সহায়তা কেন্দ্র (আসক) ০৭। তারুন্য স্বপ্ন ছোয়া ফাউন্ডেশন ০৮। ডেভলাবম্যান্ট ফর ডিজেবল চিল্ডেন এন্ড ওমেন ০৯। ল, এন্ড জাস্টিস ফাউন্ডেশন ১০। নদী বাঁচাও আন্দোলন ১১। ডাইয়াখোলা একতা সমাজ সংঘ ১২। বটমূল মানব কল্যাণ ফাউন্ডেশন ১৩। নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ১৪। আলোর ফোয়ারা ফাউন্ডেশন ১৫। আনসার ভিডিপি।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১.৩০ মিনিটি পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার স্কাইলার্ক চাইনিজ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবকদের মনবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো ও সেচ্ছাসেবীদের সামাজিক উন্নয়ন বিষয়ে “ভয়েস অফ ভলেন্টিয়ারস” নামে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন
স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় পরের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন যিনি, তাকেই আমরা স্বেচ্ছাসেবক বলে থাকি। যে সেবায় কোন প্রতিদান থাকবে না, কোন কিছু পাওয়ার আশা থাকবে না। স্বেচ্ছাসেবী কাজ হবে সম্পূর্ণ নিজের ইচ্ছায়, কেউ কাউকে বলে দিতে হবে না এ কাজের জন্য। এ কাজ করতে কেউ কখনো বাধ্য ও নয়। অথচ আজকাল আমরা অনেকেই নিজেকে স্বেচ্ছাসেবক দাবী করি। নিজেরা অনেক কিছু আশা করি। একে অপরকে দোষারোপ করি। আসলে আমরা এখনো প্রকৃত স্বেচ্ছাসেবক হতে পারিনি। যেদিন সেই প্রকৃত স্বেচ্ছাসেবকগণের মতো অন্তত অল্প কিছু হলেও করতে পারবো, কিছুটা হলেও ত্যাগ স্বীকার করতে পারবো, সেদিন হবো প্রকৃত স্বেচ্ছাসেবক। তাই আসুন আমরা প্রতিদিন নিজেদের নতুন ভাবতে শিখি। নতুন কিছু শেখার চেস্টা করি। আসলে সফলতার পথের কোন গন্তব্য নেই। প্রতিটি সফলতা চলার পথের একেকটা মোড় মাত্র।
বর্তমান তরুণ সমাজ মানেই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটস অ্যাপ ইত্যাদি ইত্যাদি। আজ তরুণ সমাজ ভুলতে বসেছে, তারা কি? তাদের আদৌ কি কাজ? তাদের এসময়টার গুরুত্বই বা কি? তাদের ইতিহাস কি? তরুণ ত-সেই, যার মধ্যে আছে তারুণ্য। আমি বয়স দিয়ে তারুণ্য মাপতে চাইতে না। আপনার বয়স ১৮, অথচ আপনি পড়ে রইলেন বয়োবৃদ্ধের মত। তাহলে আমি আপনাকে তরুণ বলতে পারিনা কিংবা বলতে চাইনা। তারুণ্যের এই হতাশার মধ্যে তাদের একাংশ গড়ে তুলে কিছু সামাজিক সংগঠন।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় (২৪সেপ্টেম্বর) শনিবার স্কাইলাক রেস্টুরেন্টে এ ১৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে স্বেচ্ছাসেবীদের মনোবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো ও স্বেচ্ছাসেবীদের সামাজিক উন্নয়ন বিষয়ে “মানুষ বাঁচবে কতদিন,সেবা বাঁচবে চিরদিন” এই স্লোগানে ভয়েস অফ ভলান্টিয়ারস নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি পরিচালক আবদুল বাতেন সরকার সোনারগাঁ পল্টি ফিড এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, বিবি আছিয়া ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মনির হোসেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর উপ পরিচালক খোরশিদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন জুয়েল, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, যমুনা টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মীথ, মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লা আল মামুন,দৈনিক মুক্ত খবরের সোনার প্রতিনিধি মোঃ শাহিন, দৈনিক ঢাকা টাইমসের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হাবিব বক্তারা বলেন- পরিচ্ছন্ন সুখী সমবৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও মানবতার কল্যাণে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করার মাধ্যমে আমরাই পারি সোনার বাংলাদেশ গড়ে তুলতে এর জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তাঁরা।
এ সময় ১৫ টি সংগঠন থেকে উপস্থিত ছিলেন-পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, শফিকুল ইসলাম, মহাসচিব মীযানুর রহমন, শিক্ষা ও শিশু বিষয়ক সম্পাদক নিঝুম আফরোজ, বিবি আছিয়া ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক হাজী আবুল কাসেম, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বিজয়, আইন সহায়তা কেন্দ্র ( আসক) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুম বিল্লা, দপ্তর সম্পাদক সাংবাদিক মীমরাজ হোসেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সরদার এম এ মহিন, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, ডেভেলপমেন্ট ফর ডিজেল চিল্ডেন এন্ড ওমেন এর নার্গিস সুলতানা, ল এন্ড জাস্টিস ফাউন্ডেশন সোনারগাঁ শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশিদ, নদী বাঁচা আন্দোলন সভাপতি নারায়ণগঞ্জ কবি জামান ভূঁইয়া, বটমূল মানব কল্যাণ ফাউন্ডেশন সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক কামরুন নাহার সুমী, আলোর ফোয়ারা ফাউন্ডেশন রাকিব হাসান, আনসার ভিডিপি সনমান্দী ইউনিয়ন এর দলনেতা শাহজালাল।
সোনারগাঁ ঐতিহ্য ও ইতিহাস নিয়ে পূথী পাঠ করেন কবি ও লেখক খন্দকার পনির। অনুষ্ঠানে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠান হয় বক্তব্য প্রতিযোগিতা ৬জন বিজয়ীকে বই উপহার প্রদান করা হয়।
Discussion about this post