মাসুদ হাসানঃ
সোনারগাঁবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খাঁন (জিতু)।
শুক্রবার (৮ জুলাই) দেওয়া এক বাণীতে জিতু খান বলেন, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল-আজহা।এই দিনটি হচ্ছে আত্মত্যাগ, তিতিক্ষা ও আবেগের সম্মিলিত একটি উৎসব। এটি কেবল গোশত ও কুরবানির নাম নয়, বরং এটি আল্লাহর জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়ার এক দৃপ্ত শপথের নাম। ঈদুল আজহা আমাদেরকে সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসা থেকে ফিরে এসে মনের পশুত্বকে কুরবানি দেয়ার নির্দেশ প্রদান করে। এই কুরবানির অপর নাম হচ্ছে আত্মত্যাগ। আমাদের সকলকে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসন্ন ঈদুল আজহা করতে হবে।
তিনি বলেন, ঈদুল-আজহার দিন পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সাথে বান্দার এক অনুপম সম্পর্ক সৃষ্টি হয়। বান্দা কুরবানির মাধ্যমে জানিয়ে দেয় তার সকল কাজের একমাত্র উদ্দেশ্য তার রবের সন্তুষ্টি আদায়। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার আত্মত্যাগে খুশি হয়ে তার জন্য রেখে দেন বিশেষ পুরস্কার। অন্যদিকে ঈদুল-আজহা সমাজে বসবাসরত মানুষের মধ্যে বিশেষ সেতুবন্ধন তৈরি করে। কুরবানি মানুষের হৃদয়ে আত্মত্যাগের শিক্ষাকে প্রোথিত করে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। ফলে সমাজ হতে সকল ধরনের হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ দূরীভূত হয়। ধনী ও গরিব বৈষম্য ভুলে গিয়ে একটি মানবিক ও আদর্শিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় ঈদুল-আজহা।
পরিশেষে জিতু খান সোনারগাঁবাসী,তথা দেশবাসীর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ও ঈদের শুভেচ্ছা জানান।
Discussion about this post