সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুম,খুন ও অপহরনের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, আবু সালেহ মুছা, আল আমিন, সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরনের মাধ্যমে গুম, খুন করেছেন। রাতের অন্ধকারে মতিঝিল শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পুলিশ দিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। সর্ব শেষ হাসিনা সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র শিশু ও যুবক হত্যা করেছে। এসব অপকর্মের প্রধান হোতা শেখ হাসিনাসহ সকল নির্দেশ দাতাদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন।
Discussion about this post