সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার মেয়েকে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাত শিবির নেতা আতিকুল,মাসুদ ও মামুন গংদের বিরুদ্ধে।আজ রবিবার বিকেল ৫টায় সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ রফিকের মেয়ে আহত আয়শা আক্তার লাকি (৩৭) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে বসত বাড়ীর সীমানা নিয়ে পূর্ব সত্রুতার জেরে রাশেদুল ইসলাম মাসুদ (৩৮), রাশেদুল ইসলাম মামুন (৪২), উভয় পিতা-মৃত আঃ রশিদ, ও আতিকুর রহমান(৫৫) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসীরা তাদের বসত বাড়ী দখলের পায়তারায় লিপ্ত আছে। আসামীরা দা, চাপাতি, লোহার রড, শাবল, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করে আয়শা আক্তার লাকি উপর আক্রমন করে এলোপাথারীভাবে কিল-ঘুষি মেরে ও লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। ঘরে থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, মূল্য অনুমান- ৮৫,০০০/- টাকা নিয়ে যায়। ঘরের দরজা জানালা ও টিনের বেড়া সহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ১,৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। তার স্বামীকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
পরে আত্মীয় স্বজনরা আয়শা আক্তার লাকি ও তার স্বামী কে আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান,একজন বীর মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post