নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মুসূরাকান্দা এলাকার আপন দুই ভাই মতি মিয়া(৪৮) ও সোলাইমান(৪১) কে সন্ত্রাসবাদের মামলায় গত ৫ মার্চ বিকেলে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই ভাই মুসূরাকান্দা গ্রামের শহিদুল্লাহর ছেলে।
জানা যায়, ২০২০ সালে সন্ত্রাস মূলক কর্মকান্ডের কারনে ওই এলাকায় ইউপি সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন,সন্ত্রাসবাদের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া মাদক সহ নানান সন্ত্রাস মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
Discussion about this post