নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া স্বামীর ক্ষতি পূরণ দাবিতে এলাকাবাসী ও আত্মীয় স্বজন নিয়ে মানববন্ধন করেছেন কাঁচপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য জহুরা আক্তার।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের ঢালে এ মানববন্ধন কর্মসূচি করা হয়।
মানববন্ধনে সাবেক মহিলা সদস্য জহুরা আক্তার বলেন,গত ৮ ডিসেম্বর সকালে কাঁচপুর ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে রেন্টিকার স্ট্যান্ডের সামনে তিশা বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা আমার স্বামী বাচ্চু মিয়ার দুই পায়ের উপর দিয়ে বাস চলে যায়।পথচারী ও স্থানীয় লোকজন আমার স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান।পরে অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।সড়ক দুর্ঘটনায় তিশা বাস ও ট্রাক আটক করে ডাম্পিং করে রাখে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গত ১০ ডিসেম্বর রাতের আঁধারে আহতের ঘটনায় মিমাংসা না করে বাসকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ জানান,আমার সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাক আটক করে ডাম্পিং করে রাখি।এই বিষয় আহতের পরিবার থানায় কোনো মামলা করেননি। তিশা বাস পরিবহন কর্তৃপক্ষ মিমাংসার কথা বললেও ২ পক্ষের দাবি না মিলায় সমাধান হয়নি।আইনি প্রক্রিয়া শেষে বাস ছেড়ে দেওয়া হয়।

































Discussion about this post