সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১শ ৫০কোটি টাকার ৩শ ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ মাঠে এ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। উন্নয়ন প্রকল্পের মধ্যে স্কুল, কলেজ ভবন, ব্রীজ, কালভার্ট, রাস্তা পাকাকরণসহ ৩শ ১০টি কাজ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, তারেক রহমান ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। তিনি রাজনীতি করবেন না এ শর্তে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন। যার অসুস্থ মায়ের প্রতি একটুও ভালোবাসা নেই। সে কিভাবে বাংলাদেশের জনগণকে ভালোবাসবে?
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি যা চেয়েছি, তাই পেয়েছি। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকার কারণে সোনারগাঁয়ে চলমান ১০ বছরে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। আশা করি আগামীতেও এ উন্নয়ন অব্যাহত থাকবে।
Discussion about this post