মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
আগামী ২৮ ফেব্রুয়ারি আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন-২০২১ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ফেব্রুয়ারি) দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল প্রমুখ।
অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইসান মাহমুদ, সাবেক ছাত্রনেতা সরুজ আহাম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অমিত, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম খান, শহর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল মিয়াসহ ইউনিট ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জামালপুর পৌরসভার মেয়র হিসেবে ছানোয়ার হোসেন ছানুকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছে। তাই সকল নেতাকর্মীদের বেঁধা বেদ ভুলে নৌকার পক্ষে ঐক্য বদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

































Discussion about this post