দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের অমিত কুমার সূত্রধর নামের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে । অমিত সরকারি আনন্দমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিল ।
মৃত্যুর আগে শুক্রবার তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে, কাউকে মন থেকে চাওয়ার আগে পরাণ এবং rx100 এই দুইটা মুভি অবশ্যই দেখবেন । তাই ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোনো কারণেই আত্মহত্যা করতে পারে অমিত।
অমিত কুমার জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জমিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধর ও সুচিত্রা রানীর বড় ছেলে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর সানকিপাড়া নয়নমণি মার্কেট সংলগ্ন মাজার শরীফ রোডের মেসের একটি রুমের ভেতর থেকে দরজা লাগানো থাকায় মেস থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় । পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় অমিতকে দেখতে পায় । পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে।

































Discussion about this post