রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘটনার কঠোর নিন্দা জানান।
গোলাম ফারুক খোকন বলেন, “ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী, এখানে থেমে গেলে চলবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। জনমানুষের জীবনের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ, আর রাজনৈতিক পরিবেশও চরমভাবে অসহিষ্ণু হয়ে উঠেছে।
তিনি কঠোরভাবে হুশিয়ারি দিয়ে আরো বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়।” তিনি অবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
গোলাম ফারুক খোকন গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, “নিরাপত্তাহীনতা শুধু একজন মানুষের নয়, এটা পুরো সমাজের সংকট। আজকে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন, কাল আর কে হবে, কেউ জানে না।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সঙ্গে সঙ্গেই তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঢামেকে সার্জারির মাধ্যমে গুলি বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

































Discussion about this post