আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মেডিকেল মোড়ে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা মালিকের কাছে ফেরত দিয়েছেন হাতীবান্ধা থানার পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে আব্দুল হাকিম যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে আসার পরে উত্তোলনকৃত ৪৪ হাজার টাকা ভুলবশত ব্যাংকের সামনেই পড়ে যায়। সেখানে পাশে থাকা দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ সার্জেন সোহাগ দেখতে পায়। পরে সে টাকা কুড়িয়ে তা নিজের কাছে রেখে দেন এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণ পর ব্যবসায়ী আব্দুল হাকিম পুলিশ সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করলে হাতীবান্ধা থানা ওসি’র কক্ষে তার হাতে হারানো টাকা তুলে দেওয়া হয়।
আব্দুল হাকিম জানান, আমার হারানো টাকা ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । মহান আল্লাহ যেন পুলিশ সার্জেন্ট সোহাগকে ভালো রাখেন।
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় টাকা পেয়ে আমি তা রেখে দিয়েছিলাম। পরে প্রকৃত মালিককে খুজে পেয়ে থানায় নিয়ে এসে তার হাতে টাকা তুলে দেই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, পুলিশ সবসময়ই জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। পুলিশ সার্জেন্ট সোহাগের মানবিকতার কারণে আমরা গর্বিত। বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত।

































Discussion about this post