জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা বিএনপির সম্মেলনে স্বচ্ছ নতুন নেতৃত্ব নির্বাচিত করতে গঠিত নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করেছে।
আজ দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট তৌফিকুল ইসলাম বাদশা, নির্বাচন কমিশনার এডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ নেতৃত্ব নির্বাচিত করতে ১৬ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে ১৫ টি ইউনিটের ১ হাজার ৫শ ১৫ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

































Discussion about this post