মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পাশবিক নির্যাতনে গুরুতর আহত ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলার কৃষ্ণপুর মদন গোপাল গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র হাফেজ আব্দুল হালিম উদ্দিনের সাথে ১২ বছর আগে তার বিয়ে হয়। হাফেজ আব্দুল হালিম স্থানীয় আল হেরা নুরানী মডেল মাদ্রাসার শিক্ষক। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। সম্প্রতি ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকার করায় তার উপর কারনে অকারনে মারধর করে। বৃহস্পতিবার সকালে গৃহবধু আঞ্জুয়ারাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। শ্বশুর ও শ্বাশুরিসহ বাড়ির লোকজন নিরব থাকায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ওই গৃহবধুকে। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার শুক্রবার বিকালে হাসপাতালে ওই গৃবধুকে দেখতে যান।
অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, নির্যাতনকারী স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































Discussion about this post