জামালপুর প্রতিনিধি:
সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছেজামালপুরের ইসলামপুর উপজেলায় তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী চাকরিতে থেকে কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে যুক্ত থাকা আইনগত বাধা থাকলেও তারা দীর্ঘদিন ধরে ইসলামপুর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনিউপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একইভাবে
ইসলামপুর উপজেলার মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকআবির হোসেন বিপুল মাস্টার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেদায়িত্ব পালন করছেন।
অপরদিকে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান উপজেলাবিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে থেকে সরাসরি রাজনৈতিক পদে যুক্তহওয়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা স্পষ্ট লঙ্ঘন।
সরকারি চাকুরী করার পরেও বিএনপির দায়িত্বশীল পদ আঁকড়ে ধরে থাকায় ইসলামপুরের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরীয়ান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আমি ৪০ বছর ধরে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এতে কোনদিন কোন সমস্যা হয়নি।আমার চেয়েও দেশের বড় বড় সরকারি চাকুরীজীবিরা রাজনীতি করতেছে তাদেরতো কিছু হয়না।
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সাংবাদিকদের বলেন, আমাদের কমিটি হওয়ার সময় তারা সরকারি চাকুরী সাথে সম্পৃক্ত তা জানা ছিলোনা। এখন আমরা ভালো করে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

































Discussion about this post