মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌর এলাকার এক হাজার ২ শ জন কর্মজীবী নারীকে ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে ভাতা গ্রহণকারী মায়েরা জামালপুর পৌরসভা মিলনায়তনে টাকা নিতে জড়ো হয়।
এ সময় জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু মায়েদের হাতে ভাতার নগদ অর্থ তুলে দেন।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, পৌর এলাকার এসব কর্মজীবী নারীকে তিন বছরের জন্য ল্যাকটেটিং মাদার সহায়তা প্রদান করা হবে। প্রতি মাসে এক জন নারী ৮০০ টাকা করে সহায়তা পাবেন। কার্ডের মাধ্যমে একবারে এক বছরের জন্য ৯ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। এসব নারীদের সহযোগিতা দিতে ভাতার টাকা প্রদান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অর্থ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌর কাউন্সিলর বিজু আহমেদ, শাহীনুর রহমান শাহীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাঈদা আক্তার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা প্রমূখ।

































Discussion about this post