রেজওয়ানুল ইসলামঃ
মহান জাতীয় সংসদ ভবন চত্বর থেকে জিয়াউর রহমানের ভুয়া কবর সরাতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবন সম্মুখে আজ বেলা ১২ টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীন বলেন, আজকের স্মরকলিপি দিয়ে আমরা জানাতে চাই অনতিবিলম্বে আগামী ১০ সেপ্টেম্বরের মাঝে জাতীয় সংসদ ভবনের পবিত্র চত্বর থেকে দেশদ্রোহী জিয়ার ভুয়া কবর সরিয়ে নিতে হবে।আপনারা অবগত আছেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তথ্য প্রমানসাপেক্ষে বলেছেন এখানে জিয়াউর রহমানের কোন কবর থাকতে পারে না সুতরাং তার এই বক্তব্যের পড় রাস্ট্রের কোনো ব্যাক্তির এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে না।এ অবস্থায় আমরা সরকারের কাছে মাননীয় স্পিকারের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় মেয়র এর কাছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি আগামী ১০সেপ্টেম্বরের মাঝে এখান থেকে এই ভুয়া মাজার সরাতে হবে অন্যথায় এই অবৈধ স্থাপনা জিয়ার ভুয়া কবর পবিত্র জাতীয় সংসদ চত্বর থেকে অপসারণের দায়িত্ব জাতির ৩০ লক্ষ শহীদ আর সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনের উত্তরাধিকার মুক্তিযুদ্ধ মঞ্চ গ্রহণ করবে।
সমাবেশে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ আর খোকন বলেন,বাঙ্গালী জাতির ইতিহাসে কলঙ্কজনক এই কালো অধ্যায়ের সাথে চিরকাল যুক্ত থাকবে সুযোগ সন্ধানী ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতক মীর জাফর জেনারেল জিয়াউর রহমানের নাম। এর ফলে স্বাধীন বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের ভাবধারায় উল্টো পথে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী শুয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাপলা চত্বরের পুরনো ঢাকা গেইটের পাশে। স্বাধীনতা, মুক্তি ও গণতন্ত্রের লড়াইয়ে জীবন উতসর্গ করা এ জাতির মহীয়ান মহীয়সী ঘুমিয়ে আছেন কত অজানা নিভৃত পল্লীতে। অথচ জিয়ার মত গণতন্ত্র হত্যাকারী অবৈধ সামরিক শাসক যার স্বাধীনতার জনকের হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকা সন্দেহাতীতভাবে প্রমাণিত, এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসার ও সৈনিকের নির্মম হত্যার দায়ে অভিযুক্ত এই ধরণের একজন বিশ্বাসঘাতক কলঙ্কিত ব্যক্তির কথিত কবর কোনমতেই জাতীয় সংসদের পবিত্র পাদপীঠে শোভা পেতে পারে না। মুক্তিযুদ্ধ মঞ্চ আশা করে, এই মহান জাতীয় সংসদের প্রধান হিসেবে আপনি এই ভুয়া কবর অপসারণ করে আমাদের জাতিকে দ্রুত কলঙ্কমুক্ত করবেন।
মঞ্চের আহবায়ক/মুখপাত্র অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ আর খোকন, মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম আহবায়ক এবং ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি সরদার আঃকাদের সিদ্দিকী, মহানগর উত্তরের সভাপতি আরাফাত রহমান জিম, মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক এইচ আই হামজা, মনির চৌধুরী, নাজমুল হাসান পিয়াস, রাকীব মীর সহ আরো অনেকে।

































Discussion about this post