বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া মাহ্ফিল এবং দুস্থ্য নারীদের মধ্যে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও মহিল বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে জেলায় ২৮জন দুস্থ নারীকে ২৮টি সেলাই মেশিন ও ৩০জনকে ২হাজার টাকা করে ৬০হাজার টাকা আর্থীক সহায়তা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে ও ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আসমা সিদ্দিকা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বেগম ফজিলাতুননেছা মুজিব একজন মহিয়ষী নারী ছিলেন। বঙ্গবন্ধুর স্বহধর্মীনি হিসেবে সাংসারিক দায়ীত্ব পালন করেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছে এবং বঙ্গবন্ধুর কারাভোগ কালীন দীর্ঘ সময় দলী রাজনীতি স্বচল রেখেছেন।

































Discussion about this post