ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ডামুড্যা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা পৃথক পৃথক ভাবে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমিগীর হোসেন মাঝী, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান খাদিজা খানম লভলী, উপজেলা আওয়মী লীগের নেতাকর্মীগণ ও প্রমুখ।
সভাশেষে অসহায় নারীদের মাঝে ৬ টি সেলাই মেশিন ও দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এদিকে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

































Discussion about this post