দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিষ্ট্রার অফিসে দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছে । বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। কি বা কোন কারণে এ হামলা তাৎক্ষণিক তা জানা সম্ভব হয় নি ।
এ বিষয়ে তারাকান্দা দলিল লেখক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বলেন,এনামুল ও তার ৮ জনের দল দেশীয় দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে । এতে আমি সহ আরো দুইজন আহত হয় । গুরুতর আহত সুহিন আলম কে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই হামলার ফলে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয় । হামলায় দলিল লেখক সমিতির অফিসে চেয়ার টেবিল ভাংচুর করা হয় । প্রয়োজনীয় কিছু কাগজ পত্রও পাচ্ছি না । এ বিষয়ে আমরা দলিল লেখক সমিতির পক্ষ থেকে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি । প্রয়োজনে মানববন্ধন করে সঠিক বিচার প্রত্যাশা করা হবে ।
তিনি আরো জানান,এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে আমিনুল ইসলাম গেন্দা নামের এক জনকে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হামলার পর দলিল লেখা কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পরেছে । থমথমে অবস্থা বিরাজ করছে অফিসটিতে । সেবা
প্রত্যাশীদের একজন জানান সাব-রেজিষ্ট্রার অফিসে এমন হামলা আমাদের চিন্তাই ফেলেছে । এখানে আমরা লক্ষ লক্ষ টাকার লেনদেন করি । এমন স্থানে এরকম হামলা আমাদের ভিত করে তোলেছে । আগামীতে প্রত্যাশা করবো এখানে পুলিশি ব্যবস্থা গ্রহণ করার ।

































Discussion about this post