রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি
বগুড়া ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজন আপন ভাই। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার যমুনা নদীর বাঁধে ভুতবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পাঁচ বছর বয়সী সিয়াম হোসেন ও তিন বছর বয়সী মোস্তাকিম আলী একই গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে কাজে বের হয়ে যান মৃত শিশুদের বাবা লিটন। দুপুরে সিয়াম ও মোস্তাকিম ঘরে টিভি দেখছিল। দুই ছেলেকে ঘরে তালা দিয়ে তাদের মা যমুনা নদীর চরে ছাগল চড়াতে যায়। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে। কিন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুইটি ঘরসহ সিয়াম ও মোস্তাকিম পুড়ে মারা যায়।
ওসি রবিউল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে দুই শিশু মারা গেছে। কেউ কোনো অভিযোগ দেয়নি।’

































Discussion about this post