সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় মোঃ জুনায়েদ হাসানের প্রথম স্থান অর্জন করেছে। জুনায়েদ হাসান সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার ক্বাসিমুল উলূম বালক-বালিকা মাদ্রাসার ছাত্র।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সোনারগাঁ থানা ভিত্তিক প্রতিযোগিতায় মোঃ জুনায়েদ হাসান, মোঃ তাহসিন ও মোঃ হাবিবুর রহমান মেধাতালিকায় স্থান পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় । নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক প্রতিযোগিতায় মোঃ জুনায়েদ হাসান প্রথম স্থান অর্জন ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়। সর্বশেষ জুবায়েদ হাসান ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় ৪র্থ স্থানে উত্তীর্ণ জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে ।
ক্বাসিমুল উলূম বালক-বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোশাররফ হোসাইন বেলালী জানান, জুনায়েদ হাসান তার মাদ্রাসার ছাত্র। তার সাফল্য অর্জনে তিনিসহ তার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গর্বিত। জুনায়েদ হাসান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে পারে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

































Discussion about this post