আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্ত ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ান এর ধবলস্বতী বিওপির আওতাধীন রহমানপুর (জিমনাল) নামক এলাকার সীমান্ত পিলার ৮১৮ সাব পিলার ৩/৪ এস এর নিকট দিয়ে ভারতের বাগডোবরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন বোবা পাগল পুরুষ কে বাংলাদেশে ঢুকে দেওয়ার প্রাক্কালে স্থানীয় লোকজন টের পেয়ে বিএসএফ এর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায় এবং বিজিবিকে খবর দেওয়া হলে বিএসএফ উক্ত স্থান ত্যাগ করে চলে যায়। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিএসএফ কে পতাকা বৈঠকের আহবান করলে বিএসএফের পক্ষ হতে জবাব পাওয়া যায়নি।
বর্তমানে বোবা পাগলটি ভারতীয় অংশে ফাঁকা মাঠের মধ্যে বসে আছে।

































Discussion about this post