মনিরুজ্জামান মনির,যশোর সদর উপজেলা প্রতিনিধি :
তিন বৎসর প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে ৮ লক্ষ টাকা এবং বিয়ে করলেও মিলছে না কাবিননামা। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আসমা আক্তার নামে এক ভুক্তভোগী ।তিনি লিখিত বক্তব্যে বলেন, ঘুনি শাখারী পাড়া গ্রাম যশোর সদর উপজেলার মনিরুল ইসলাম মনির তাকে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে ২১ সালের প্রথম দিকে তার নিজ বাড়িতে বিবাহ করে । কিন্তু তিনি হাতে পায়নি কাবিননামার কোন কপি এবং মিলছেনা কাবিননামা। এরই মধ্যে বিয়ের কিছুদিন পরেই মনিরুল ইসলাম ধার করে ৮লক্ষ দশ হাজার টাকা আত্মসাত করেছে। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী আসমা আক্তার ।
এই টাকার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার তিন বোন ও তিন ভাই বিদেশ থাকে তাদের কাছ থেকে নিয়ে দিয়েছি।তিনি তার বাড়িতে স্ত্রী হয়ে সংসার করেছেন এবং কিছুদিন পরে জানতে পারি যে বিবাহটা পুরোই নাটক। পরবর্তীতে যখন কাবিননামা চায় তখন কাবিননামা দিতে অস্বীকার করে।
টাকা সংক্রান্ত মামলা করলে মনিরুল ইসলাম আমার বাড়িতে ভাঙচুর করে, পিতা-মাতা ও আমার অন্ধ ভাই ভাবিকে মারধর করে এবং প্রকাশ্যে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন। এবিষয়ে থানায় জিডিও করেছেন, কিন্তু কোনো ফল পাইনি তিনি । ২৫-০৭-২০২১ তারিখে কোর্টে মামলাও করেছেন বলে জানিয়েছেন। মামলা করার পরই ভুক্তভোগীর পরিবারের মনিরুল ইসলাম বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি তার পরিবার এবং ভুয়া কাবিননামা করে তাকে আত্মসাৎ করেছে এর বিচার চাই।

































Discussion about this post