নারায়নগঞ্জ প্রতিনিধিঃ-
সোসাইটি অব এনেসথেসিওলজিস্ট এর সভাপতি ডাক্তার মোঃ মাহাবুব (ওয়ার্সী) এই দূর্দীনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই
খারাপ যাচ্ছে এবং সাধারণ মানুষ ঠিক মতন পরিবার পরিজন নিয়ে চিকিৎসা ও আহার যোগাতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের এই অবস্থাতে সোসাইটি অব এনেসথেসিওলজিস্ট এর সভাপতি ডাক্তার মোঃ মাহাবুব (ওয়ার্সী) এর নেতৃত্বে অজ্ঞান ডাক্তারদের ফি বৃদ্বি করা হয়েছে। এতে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের জুকি হয়ে দারিয়েছে।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ শাহিন সাহেব প্রতিবাদ করাতে
তার সাথে অকাট্য ভাসায় গালা গালি করে এবং তার ব্যাক্তিত্বে আঘাত করে এবং এনেসথেসিওলজিস্ট এর সভাপতি ডাক্তার মোঃ মাহাবুব (ওয়ার্সী) বলে তুইতো হকিন্নি তোকে চিনি ঐ বেয়াদব তুইতো গরীব ঘড়ের ছেলে তুই আবার কথা বলছ ইত্যাদি। যা প্রমান হিসেবে রহিয়াছে অডিও রের্কট।
আমরা প্রত্যেকটা হাসপাতালের পরিচালক বৃন্দরা এই অসভ্য বেয়াদব ডাক্তার কে কল না করি।
এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতির মাধ্যমে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নিকট বিচার প্রার্থনা করি। এবং আমাদের আকুল আবেদন এই দূর্দিনের বিবেক বিবেচনা করে অজ্ঞান ও সার্জন ফি বৃদ্বি না করার জন্য অনুরুদ করা হল।

































Discussion about this post