সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পুর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন তোফাজ্জল হোসেন। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র প্রবাসী সিরাজুল ইসলাম, কবি ও সাহিত্যিক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, বাংলা একাডেমীর স্থায়ী সদস্য সিরাজুল ইসলাম, খন্দকার আবু দাইয়ান, অধ্যাপক মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার বজলুর রহমান বাচ্চু, ওসি সিরাজুল ইসলাম, দেওয়ান হাবিবুর রহমান, মনির হোসেন, বিল্লাল হোসেন, আমির হোসেন, সাহেরা আক্তার, ইজাজুল হক মাষ্টার, স্বাস্থ্য সহকারী শাহজালাল আশিকী, অধ্যাপক কবির হোসেন মৃধা ও কামরুল হাসানসহ অন্যরা। বক্তারা বলেন, আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শোয়াশ বছর পুর্তির অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। পরে সর্বসম্মতিক্রমে মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীকে আহবায়ক, ইব্রাহীম আদহামকে সদস্য সচিব ও দেওয়ান ফজলুর রহমানকে প্রধান সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। এছাড়া অন্যান্যদের সমন্বয়ে আরও ১০টি উপ-কমিটি গঠন করা হয়। এক হাজার টাকার বিনিময়ে রেজিষ্টেশনের মাধ্যমে বারদী হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন যেকোন ছাত্র-ছাত্রী এবং জনপ্রতি পাঁচমত টাকার বিনিময়ে পরিবারের অন্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানান আহবায়ক ইউসুফ আলী।

































Discussion about this post