মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মনবাড়িয়ায় ঐতিহ্যবাহী গভ. মডেল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের খেলার মাঠে নান্দনিক ডিসপ্লে প্রদর্শণীর পর দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা আক্তার, গভ. মডেল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক পারভিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা। এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান।
পরে জেলা প্রশাসক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

































Discussion about this post