ফয়সাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:
আজ শনিবার দুপুরে নবাবপুর ইউনিয়নন পরিষদের সামনের বেরুলী বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে নবাবপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
সংবাদ সম্মেলনে বক্তব্য লিখিত বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন। তিনি বলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুস, ৩নং ওয়ার্ডের আমিনুর রহমান বাবু, সংরক্ষিত ৪/৫/৬ ওয়ার্ডের মহিলা মেম্বার মর্জিনা বেগম, ১/২/৩ সাফিয়া বেগম মোট ৯জন মেম্বার বিভিন্ন সময় গরীব দুঃখী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ঘুষ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তাই আমরা এই সকল দুর্নীতিবাজ ঘুষখোর মেম্বারদের শাস্তি দাবি করি।
এসময় ৪জন ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে।
এসময় মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাসেনুর রহমান কবিরসহ প্রায় ৫শাতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

































Discussion about this post